Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

কালো রাত

রিয়াজুল ইসলাম:
প্রকাশিত: সোমবার, ১৪ আগষ্ট, ২০২৩, ০৬:৪৫
ওএসডি

সে এক ভীষণ কালো রাত, অমাবশ্যার চেয়েও গভীর অন্ধকার। 
বিংশ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে গভীর গহীন নিকষ আঁধার।
সেই রাতে থমকে গেছে সাত কোটি মানুষের চলিষ্ণু হৃদয়।
অভিভাবকহীন হয়েছে, সদ্য স্বাধীন দেশ, বাংলাদেশ।

সেই রাতে কবির কলম থমকে গেছে।
অসমাপ্ত কবিতার লাইনগুলি মৃত সাপের মত শুয়ে আছে যত্রতত্র।
কবি হারিয়ে ফেলেছে তার কবিতার ভাষা।
সেই গভীর কালো রাতে একসাথে 
আঠারোটি গুলি বিদ্ধ হয়েছে যাঁর বুকে,
তাঁর বুক ছিলো বাংলাদেশের হৃদয়।

আঠারোটি গুলি তছনছ করে দিয়েছে একটি জাতির ভবিষ্যৎ,
সাত কোটি মানুষের সোনালী স্বপ্ন, আর ঊর্বর ফসলের মাঠ।
যে চোখে লুকিয়ে ছিলো সোনার বাংলার স্বপ্ন,
সে চোখে নেমে এসেছে গভীর আঁধার।
যে বুকে সযত্নে লুকানো ছিল সাত কোটি মানুষের পরম বিশ্বাস, 
সে বুক ভেঙ্গে তছনছ হয়ে গেছে।
দেশ হয়েছে দিগভ্রান্ত। জাতি হয়েছে পিতৃত্বহীন।

১৫ই আগস্টের সেই গভীর কালো আঁধার ফুঁড়ে বীর বাঙালি 
আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার স্বাধীন মাটিতে।
‘বঙ্গবন্ধু’ বেচে রবে ততদিন,
যত দিন রবে এই বাংলা,
যতদিন আছে বাংলার এই আকাশ আর বাতাস,
যতদিন থাকবে বাঙ্গালী নামের একটি জাতি,
‘মুজিব’ একটি জাতিতে একবারেই আসে।

লেখকঃ কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া), বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা।  

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516