Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী আজ

নিজস্ব প্রতিবেদক: আমাদেরকণ্ঠ:
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ০৬:৩৬
করোনা ভাইরাস
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্তের সংখ্যা আবারও বেড়েছে, তবে মৃত্যু এর আগের দিনের মতোই অপরিবর্তিত রয়েছে। এই সময় নতুন ২ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

এরআগে গত রোববার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৩৭ জন। আর মৃত্যু হয়েছিল ২১ জনের। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সবশেষ গত ৭ সেপ্টেম্বর আজকের চেয়ে বেশি রোগী শনাক্ত করা হয়েছিল। ওই দিন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২০২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, বর্তমাসে দেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। যদিও সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516