Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

এমপি হারুনের গণসমাবেশে না থাকা নিয়ে নানা প্রশ্ন

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:২৭
এমপি হারুন

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে দলটির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ উপস্থিত ছিলেন না। এ নিয়ে গণসমাবেশে আসা নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন উঠেছে।  কেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা রাজশাহী বিভাগীয় গণসমাবেশের মতো গুরুত্বপুর্ণ একটি সমাবেশে ছিলেন না- তা নিয়েও ব্যাপক কৌতুহল তৈরি হয় মাঠে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাঝেও। কেন্দ্রীয় নেতারাও সাধারণ নেতাকর্মীদের প্রশ্নের মুখে পড়েন। 

তবে হারুনুর রশীদের স্ত্রী বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদিকা সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্যও দেন তিনি।সেখানে এমপি হারুনের অনুপস্থিতি নিয়ে কোন কিছু বলেননি। দলীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য হারুনুর রশীদ সমাবেশে উপস্থিত না থাকায় তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকেও রাজশাহীর বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল নগণ্য। তা নিয়েও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে তীর্যক আলোচনা হয়।  তবে রাজশাহীর বিএনপি নেতারা এ বিষয়ে কিছুই বলতে চাননি। 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য বিভাগীয় গণসমাবেশ আয়োজক কমিটির একাধিক প্রস্তুতি সভায় অংশ নিয়েছিলেন। তবে সমাবেশের দিন তাকে অনুপস্থিত দেখে মাঠে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মাঝে নানান প্রশ্ন উঠেছে। কেন তিনি নিজ বিভাগের গুরুত্বপুর্ণ এই সমাবেশে উপস্থিত নেই। অন্যদিকে বিএনপি নেতা হারুনুর রশীদের ব্যক্তিগত সহকারি সারোয়ার হোসেন জানান, তিনি সম্প্রতি অষ্ট্রেলিয়া গেছেন। অষ্ট্রেলিয়াতে হারুনের মেয়ে জামাই থাকেন। যাওয়ার আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের বলে গেছেন। রাজশাহীর সমাবেশের কারণে বিএনপি নেতা হারুন শেষ মুহুর্তে অষ্ট্রেলিয়ার বিমান টিকিট বাতিল করতে চেষ্টা করেছিলেন কিন্তু তা করতে পারেননি। ফলে দু’দিন আগে তিনি অষ্ট্রেলিয়া যান। 

এদিকে সমাবেশে উপস্থিত বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা কবীর হোসেন বর্তমানে শারীরিকভাবে চলৎশক্তিহীন। বয়সের কারণে চলাফেরা করেন হুইল চেয়ারে এবং সার্বক্ষণিক অন্যের সহযোগীতায় । তিনিও রাজশাহীর গণসমাবেশে উপস্থিত হন এবং হুইল চেয়ারে বসেই উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। সেক্ষেত্রে একান্ত জরুরি পারিবারিক বিষয় না হলে হারনের উচিত হয়নি বড় দলীয় সমাবেশে না থাকা। অষ্ট্রেলিয়ায় মেয়ের কাছে যাওয়া খুবই জরুরি পারিবারিক বিষয়ের মধ্যে পড়ে না।  

বিষয়টি জানতে চাইলে এমপি হারুনের সহধর্মিনী বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরফী পাপিয়া শনিবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, আমাদের মেয়ে অষ্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি গ্র্যাজুয়েশান করেছেন। বিশ্ববিদ্যালয়ে তার কনভোকেশান আছে। সেখানে অভিভাবক হিসেবে হারুনের আমন্ত্রণ আছে। হারুন চার মাস আগেই অষ্ট্রেলিয়ার বিমান টিকিট করেছিলেন। রাজশাহীর গণসমাবেশে উপস্থিত থাকার জন্য শেষ মুহুর্তে বিমান টিকেট বাতিলের চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। ফলে তিনি শেষ পর্যন্ত অষ্ট্রেলিয়াতে গমন করেন। 

এ বিষয়ে জানতে রাজশাহী বিভাগীয় গণসমাবেশের দলনেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু যুগান্তরকে বলেন, বিষয়টি নিয়ে নেতাকর্মীরা আমাদেরও প্রশ্ন করেছেন। আমি আগে বিষয়টি জানতাম না। পরে শুনেছি যে হারুন অষ্ট্রেলিয়া গেছেন। পারিবারিক কারণে তাকে অষ্ট্রেলিয়া যেতে হয়েছে। তবে নিজ বিভাগের বড় সমাবেশে উপস্থিত থাকলে ভালো হতো। 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516