Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বিশ্ব ক্রিকেটে এ বছরে সর্বোচ্চ রান লিটনের

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ০১:০০
লিটন দাস

যার রানের ওপর একটা সময় ডিসকাউন্ট দেয়া শুরু করেছিল বিভিন্ন অনলাইন শপ, বছর না ঘুরতে তিনিই বিশ্বের সেরা রান সংগ্রাহক। তিন ফরম্যাট মিলিয়ে এই মুহূর্তে ২০২২ সালের সেরা রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন লিটন দাস। তালিকায় তার পেছনে আছেন বাবর আজম এবং ইমাম উল হক।

সব ফরম্যাট মিলিয়ে এ বছরে এখন পর্যন্ত ৯৯৬ রান করেছেন লিটন। যেখানে ৩টি সেঞ্চুরির সাথে আছে ৬টি অর্ধশত রানের ইনিংস। ৯৪৫ রান নিয়ে দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরানের ক্রিকেটার আরাভিন্দ। তৃতীয় স্থানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১২ ইনিংসে ৯১৩ রান করেছেন তিনি। আর ইমাম উল হক ৮৬৭ রান করে আছেন চতুর্থ অবস্থানে।

২০১৯ বিশ্বকাপে লিটনের ব্যাটিং নিয়ে ইয়ান বিশপ ধারাভাষ্যের সময় বলেছিলেন, লিটন দাস ব্যাট হাতে মোনালিসা আঁকেন। যদিও মূদ্রার ওপিঠটাও দেখতে হয়েছিল ২০২১ সালের টি২০ বিশ্বকাপে। ভিঞ্চিম্যান থেকে হয়ে উঠেছিলেন ট্রলম্যান।

টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বসেরাদের তালিকায় ১২ নম্বরে আছেন লিটন। টেস্ট ক্রিকেটে এ বছর ৭ ম্যাচে ৪৮ গড়ে তার রান ৫৮৭। আছে ২টি সেঞ্চুরি। পরিসংখ্যানটাকে আরও সমৃদ্ধ করার সুযোগ আছে লিটনের সামনে। যদি ২৪ জুন থেকে শুরু হওয়া সেন্ট লুসিয়া টেস্টে লিটন ব্যাট করতে পারেন লিটনের মতো। যেটা খুব বেশি প্রয়োজন বাংলাদেশের।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516