Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

টি-স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের বাকি সব ম্যাচ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২, ১২:৩০
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

নানা জটিলতার কারণে প্রথম টেস্টের খেলা টিভিতে সম্প্রচার করা সম্ভব হয়নি। যদিও আইসিসি অ্যাপ কিনে সেখানে খেলা দেখা গিয়েছিল। তবে, তা ছিল জটিলতায়পূর্ণ। তবে, এবার বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর। দ্বিতীয় টেস্টসহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজের বাকি সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র খেলা সম্প্রচারকারী টিভি চ্যানেল টি-স্পোর্টস। চ্যানেলটির সূত্র থেকে জানা গেছে এ সংবাদ।

এরই মধ্যে টি-স্পোর্টস এই সিরিজের বাকি খেলাগুলো দেখাবে বলে প্রমো সম্প্রচার শুরু করে দিয়েছে। টি-স্পোর্টস সূত্র থেকে জানা গেছে, সম্প্রচার নিয়ে যে জটিলতা ছিল, তা কেটে যাওয়ায় তারা সিরিজের বাকি ম্যাচগুলো সম্প্রচারের সুযোগ পেয়েছে। আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই সম্প্রচার করবে টি-স্পোর্টস।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে টিভি প্রচারস্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। প্রচলিত নিয়মনীতি অনুযায়ী বাংলাদেশের কোনো টিভিতে ঐ সিরিজ সম্প্রচার করতে হলে টিএসএমের কাছ থেকে ফিড নিয়েই করতে হতো। কিন্তু অতি সম্প্রতি টিএসএমের সঙ্গে ওই কনসোর্টিয়ামের বড় ধরনের ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হয়। যে কারণে কনসোর্টিয়াম নীতিগতভাবে টিএসএমের কাছ থেকে ফিড নেয়া থেকে বিরত রয়েছে। কিন্তু তাদের কাছ থেকে ফিড না নেওয়ায় বাংলাদেশে খেলা টিভিতে দেখানো নিয়ে তৈরি হয়েছে বিরাট জটিলতার।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, টিএসএমের সঙ্গে দূরত্ব কমে এসেছে ও সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলেই সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশের টিভি চ্যানেল টি-স্পোর্টস টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের খেলা সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516