Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

কোচ-অধিনায়ক দুইটাই আমি হলে তো সমস্যা : সাকিব

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ১১:৫০
সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একবার ফুটে ওঠেছে বাংলাদেশের ব্যাটিংয়ের হতশ্রী দশা। প্রথশ ইনিংসে ডাক মেরেছিলেন ৬ ব্যাটার, দলীয় সংগ্রহ ছিল কেবল ১০৩ রান। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করলেও তাতে বড় অবদান সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের ফিফটির। ম্যাচেও শেষ অবধি বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। দুই ইনিংসেই ব্যাটাররা ক্যাচ তুলে দিয়েছেন উইকেটের পেছনে। ম্যাচশেষে অধিনায়ক সাকিবের কাছে প্রশ্ন, বাংলাদেশের ব্যাটারদের সমস্যাটা কী টেকনিক্যালও?

তার জবাব, ‘টেকনিক্যালিও অনেক সমস্যা আছে। টেকনিক্যালি সাউন্ড এমন খেলোয়াড় খুব বেশি আছে আমাদের, তা মনে হয় না। আমাদের দলের যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে ক্রিজে থাকতে হবে। ‘এটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা যার যার ব্যক্তিগতভাবে আনা সম্ভব। এটা কাউকে বলে দিয়ে কাজ হবে বলে আমার মনে হয় না। সুতরাং এটা ব্যক্তিগতভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে কীভাবে সে রানে ফিরতে পারে বা ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে পারে। ’

কয়েকদিন আগেই সাকিব নেতৃত্ব পেয়েছেন মুমিনুল হকের কাছ থেকে। অ্যান্টিগা টেস্টই ছিল তার প্রথম মিশন। ব্যাটারদের সঙ্গে কি সাকিব টেকনিক্যাল বিষয় নিয়েও কথা বলেছেন? এই অলরাউন্ডার এমন প্রশ্নে যেন একটু বিরক্তই হলেন! তিনি বলেছেন, ‘দেখেন এটা তো আসলে আমার খুব বেশি আলোচনার বিষয় না। কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করি, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা। আমার কাজ যতটুকু ততটুকুতে থাকা আমার মনে হয় ভালো। আমার দায়িত্ব যতটুকু, ততটুকু পালন করার চেষ্টা করবো। বাকি যার যে কাজ তা তাদের জায়গা থেকে করলে সবার জন্য কাজটা সহজ হবে। ’

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516