Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

২৬৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: শনিবার, ১৮ জুন, ২০২২, ০৭:১৫
ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগা টেস্টে দারুণ বোলিংয়ে লড়াইয়ে ফিরলো বাংলাদেশ। ৬৮ রানে ওয়েস্ট ইন্ডিজের শেষ ৭ উইকেট তুলে নিলেন মিরাজ-এবাতদরা। ফলে ১১২.৫ ওভারে ২৬৫ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। তাদের লিড ১৬২ রানের। একটা সময় ৩ উইকেটেই ছিল ১৯৭ রান। লিড ক্রমেই বাড়ছিল ওয়েস্ট ইন্ডিজের। অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট দৃঢ় ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে তাকে সেঞ্চুরি তুলে নিতে দেয়নি বাংলাদেশ।

খালেদ আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে মাত্র ৬ রানের জন্য তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি ব্রেথওয়েট। ২৬৮ বলে ৯৪ রানের ধৈর্যশীল ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান ক্যারিবীয় দলপতি। ব্রেথওয়েট ফেরার পরই দ্রুত আরও দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। কাইল মায়ার্সকে (৭) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন মেহেদি হাসান মিরাজ। এক ওভার জসুয়া ডি সিলভাকেও (১) উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়েছেন টাইগার অফস্পিনার।

ফলে ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ২৩১ রান নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে যায় ক্যারিবীয়রা। বিরতির পর ৮ রানের মধ্যে স্বাগতিকদের আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। অর্থাৎ ৪১ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আলজেরি জোসেফকে মেহেদি মিরাজ আর কেমার রোচকে শূন্যতে ফেরান এবাদত হোসেন। তবে স্বীকৃত ব্যাটার জার্মেই ব্ল্যাকউড একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন। অবশেষে তার প্রতিরোধ ভাঙেন খালেদ। মিরাজের দুর্দান্ত এক ক্যাচ হন ৬৩ রান করা ব্ল্যাকউড। এরপরের ওভারে মিরাজ নিজেই জেইডেন সিলসকে এলবিডব্লিউ করে গুটিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে।

মিরাজ ৫৯ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার এবাদত আর খালেদের। এর আগে বাংলাদেশের ১০৩ রানের জবাবে ৪৮ ওভারে ২ উইকেটে ৯৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বেশ দেখেশুনে খেলতে থাকে ব্রেথওয়েটের দল। দিনের প্রথম ১৫ ওভার অনায়াসে কাটিয়ে দেন ক্রেইগ ব্রেথওয়েট আর এনক্রুমাহ বোনার। অবশেষে তাদের ১৭৫ বলে ৬২ রানের জুটিটি ভাঙেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের আর্ম বল বুঝতে না পেরে ইনসাইডেজ হয়ে বোল্ড হন বোনার। অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন তিনি, ৯৬ বলে ৩ বাউন্ডারিতে ক্যারিবীয় এই ব্যাটার করেন ৩৩ রান। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৭৯ ওভারে ৩ উইকেটে ১৫৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516