Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

আদালতের আদেশ অমান্য: এবি ব্যাংকের সেই দুই কর্মকর্তা বরখাস্ত

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ১০:৪০
এবি ব্যাংকে

আদালতের আদেশের পরও সাতক্ষীরার ব্যবসায়ী সফিউর রহমানকে ঋণ সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট না দেওয়ার ঘটনায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি কে এম আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্র্যাঞ্চের ম্যানেজার মো. সহিদুজ্জামানকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুন) তাদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন এবি ব্যাংকের পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।

ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী বলেন, উচ্চ আদালতের আদেশ না মেনে ব্যাংকের এভিপি কে এম আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্র্যাঞ্চের ম্যানেজার মো. সহিদুজ্জামান এবি ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ কারণে গত ৮ জুন তাদের দুজনকে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছেন। শুধু তাই নয়, তাদের দুজনের বরখাস্ত করার বিষয়টি সার্কুলারের মাধ্যমে এবি ব্যাংকের প্রত্যেক ব্রাঞ্চ ম্যানেজারকে জানিয়ে দেওয়া হয়েছে, যেন আর কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করেন। সার্কুলারে কোনো গ্রাহক চাইলে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার কথাও বলা হয়েছে।

এর আগে গত ৫ জুন হাইকোর্ট এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালকে উদ্দেশ করে বলেছিলেন, আপনার অফিসারদের শেখান কীভাবে গ্রাহকদের স্যার বলতে হয়। গ্রাহকরা যেকোনো প্রতিষ্ঠানের প্রাণ। একজন লুঙ্গি পরা গ্রাহককেও স্যার বলতে হবে। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। ওইদিন শুনানির শুরুতে আদালতের আদেশের পরও সাতক্ষীরার ব্যবসায়ী সফিউর রহমানকে ঋণ সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট না দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবি ব্যাংকের ওই দুই কর্মকর্তা। এ সময় আদালতে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল নিজেও উপস্থিত ছিলেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516