Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, ভাইস চেয়ারম্যানসহ আহত ১০

নারায়নগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুন, ২০২২, ১২:১৮
আর্জেন্টিনা-ব্রাজিল

আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সর্মথনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একে অপরের ঘরবাড়ি। সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা বলেন, ‘আলীগঞ্জের বাসিন্দা ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির আর্জেন্টিনা দলের সমর্থক। একই এলাকার নাসির উদ্দিন ব্রাজিল সমর্থন করে। তাদের সন্তানরাও একই দলের সমর্থক। দুদিন আগে খেলা হয়েছে। সেই খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়।’ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরির্দশক (এসআই) আবদুর রউব জানান, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের খেলা নিয়ে গত দুই দিন আগে ওই দুই গ্রুপের বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

ওই ঘটনার পর স্থানীয় ভাইস চেয়ারম্যান তাদের ধমক দেয়া। এ নিয়ে বুধবার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংর্ঘষে উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, তার ছেলে ফাহিম, জামাতা ইমরান, ওই গ্রুপের নাসির উদ্দিন, তার স্ত্রী পারুলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ফাতেমা মনির বলেন, ‘আলীগঞ্জে তারা আমার ওপর চড়াও হয়। এরপর উপর থেকে ঢিল ছুড়তে থাকে। এরপর হামলা করে। আমি একজন জনপ্রতিনিধি হয়ে যদি নিরাপত্তা না পাই, তাহলে মানুষ কীভাবে পাবে। আমি এর বিচার চাই।’ নাছির উদ্দিন বলেন, ‘খেলা চলার সময় ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের লোকজন হঠাৎ হামলা করে। এতে আমার পাঁচ-ছয়জন লোক আহত হয়। আমার বাড়িও ভাঙচুর করা হয়েছে।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, ‘সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নামে মামলার প্রস্তুতি চলছে।’

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516