Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

৩৫ মাস পর জাতীয় দলে ফিরলেন এনামুল বিজয়

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২, ০৭:৫৩
এনামুল বিজয়

অবশেষে জাতীয় দলের দরজা খুলে ভেতরে ঢুকতে পারলেন এনামুল হক বিজয়। গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে তিনি জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বিজয়।

দীর্ঘ সাড়ে ছয় বছর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। সবশেষ ২০১৫ সালের নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন বিজয়। নিজের শেষ টি-টোয়েন্টিতে ৫১ বলে ৪৭ রানের মন্থর এক ইনিংস খেলে তুমুল সমালোচিত হয়েছিলেন তিনি। অন্যদিকে তার ওয়ানডে দলে ফেরা হলো প্রায় তিন বছর বা ৩৫ মাস পর। ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে খেলেছিলেন বিজয়। সেই ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৯৫ রানের লক্ষ্যে ২৪ বলে ১৪ রান করে আউট হয়ে যান এ ডানহাতি ওপেনার।

তবে অতীতের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্বার বিজয়ের ব্যাট। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে ১১৩৮ রান করেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তারকা ব্যাটার এনামুল হক বিজয়। বিশ্ব ক্রিকেটে কোনো লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এক আসরে এতো বেশি রান করতে পারেননি আর কেউ। এর আগে বিপিএলেও ৯ ম্যাচে ১২১ স্ট্রাইকরেট ও ৩১ গড়ে ২৮০ রান করেছিলেন তিনি। যার সুবাদে লম্বা বিরতির পর অবশেষে বিজয়ের জন্য জাতীয় দলের দরজা খুলেছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516